December 23, 2024
সমসপুর আইডিয়াল অ্যাকাডেমি II সমসপুর, হেমতাবাদ, উত্তর দিনাজপুর II ★ ভর্তির জন্য ফ্রম দেওয়া শুরু হয়েছে ★ ২০২৫ শিক্ষা বর্ষে অনাবাসিক-এ নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ভর্তি চলিতেছে ★ডে-আবাসিক-এ প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে★ ★আবাসিক-এ আবাসিক-এ ছেলেদের আসন সংখ্যা ৩০ টি এবং মেয়েদের ২৫ টি।★ ★প্রবেশিকা পরীক্ষা হবে আগামী ২৭/১০/২০২৪ রবিবার বেলা ১২ থেকে হোস্টেলের নিজস্ব ক্যাম্পাসে।★ ★প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরাই ভর্তির সুযোগ পাবে।★ ঠিকানা সমসপুর, হেমতাবাদ, উত্তর দিনাজপুর। ★2025 শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তি করাতে চাইলে হোস্টেল ক্যাম্পাস থেকে ফর্ম নিয়ে এডমিশন টেস্টে বসান।
School_admission_SAMASPUR_IDEAL_ACADEMY_SAMASPUR_HEMTABAD_UTTAR_DINAJPUR3
School_admission_SAMASPUR_IDEAL_ACADEMY_SAMASPUR_HEMTABAD_UTTAR_DINAJPUR10 - Copy
previous arrow
next arrow
সমসপুর আইডিয়াল অ্যাকাডেমি II সমসপুর, হেমতাবাদ, উত্তর দিনাজপুর II ★ ভর্তির জন্য ফ্রম দেওয়া শুরু হয়েছে ★ ২০২৫ শিক্ষা বর্ষে অনাবাসিক-এ নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ভর্তি চলিতেছে ★ডে-আবাসিক-এ প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে★ ★আবাসিক-এ আবাসিক-এ ছেলেদের আসন সংখ্যা ৩০ টি এবং মেয়েদের ২৫ টি।★ ★প্রবেশিকা পরীক্ষা হবে আগামী ২৭/১০/২০২৪ রবিবার বেলা ১২ থেকে হোস্টেলের নিজস্ব ক্যাম্পাসে।★ ★প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরাই ভর্তির সুযোগ পাবে।★ ঠিকানা সমসপুর, হেমতাবাদ, উত্তর দিনাজপুর। ★2025 শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তি করাতে চাইলে হোস্টেল ক্যাম্পাস থেকে ফর্ম নিয়ে এডমিশন টেস্টে বসান।

Welcome to SAMASPUR IDEAL ACADEMY

A premier mission school at Samaspur, Hemtabad, Uttar Dinajpur, West Bengal following WBBSE Curriculam

Samaspur Ideal Academy is a premier mission school dedicated to nurturing the intellectual and moral growth of our students. With a strong emphasis on holistic education, we offer a supportive environment for both boys and girls, including well-facilitated hostels for a safe and enriching living experience.
Vision and Values
At Samaspur Ideal Academy, our vision is to empower students through quality education rooted in ethical values. We aim to develop responsible citizens who are well-equipped to face the challenges of the modern world. Our core values include:

Our School Facilities

Photo Gallery

নিজস্ব মনোরম এবং নিরিবিলি ক্যাম্পাস।
শ্রেণিকক্ষের পাঠ শ্রেণীকক্ষে শেখানো হয়।
সরকারি ও বেসরকারী বৃত্তির সুযোগ।
বিকল্প বিদ্যুৎ (জেনারেটর) এর ব্যবস্থা।
নিজস্ব পরিবহন ব্যবস্থা।
সিসিটিভি ক্যামেরা দ্বারা সমস্ত ক্যাম্পাস নজরদারি করা হয়।

Principal's Message

প্রধান শিক্ষকের বার্তা

প্রিয় ছাত্রছাত্রী, অভিভাবক ও সম্মানিত অতিথিবৃন্দ,
আমাদের মিশন স্কুলের প্রধান হিসেবে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের স্কুলের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশ করা, যাতে তারা কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করেই সীমাবদ্ধ না থাকে, বরং নৈতিক মূল্যবোধ, নেতৃত্ব গুণ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়।
আমরা বিশ্বাস করি, প্রতিটি ছাত্রের মধ্যেই অসীম সম্ভাবনা রয়েছে, যা সঠিক দিকনির্দেশনা ও শিক্ষার মাধ্যমে ফুটিয়ে তোলা সম্ভব। এই লক্ষ্য পূরণের জন্য আমাদের স্কুলের প্রতিটি শিক্ষক কঠোর পরিশ্রম করে যাচ্ছে, যাতে তারা আপনাদের সন্তানদের সেরা শিক্ষা দিতে পারে।
আমাদের শিক্ষার্থীরা যেন শিক্ষার পাশাপাশি মানবিক গুণাবলী, সততা ও সেবা-মূল্যবোধের দীক্ষা লাভ করে, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। তাই সকলের সহযোগিতা এবং অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের এই পথচলাকে আরও সমৃদ্ধ করতে চাই।
আপনাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যত গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

ধন্যবাদান্তে,
মুহাম্মদ মিঠু
প্রধান শিক্ষক
সমসপুর আইডিয়াল অ্যাকাডেমি

President's Message

সভাপতির বার্তা

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক, শিক্ষক এবং স্কুল পরিবারের সদস্যবৃন্দ,

আমাদের মিশন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য শুধুমাত্র উচ্চ মানের শিক্ষা প্রদান করা নয়, বরং ছাত্রছাত্রীদের মধ্যে মানবিক গুণাবলী, নৈতিক মূল্যবোধ, এবং সেবা করার মনোভাব জাগিয়ে তোলা। আমরা একটি শক্তিশালী এবং নৈতিক সমাজ গঠনের লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

এখানে প্রতিটি ছাত্রছাত্রী আলাদা ও মূল্যবান। আমরা তাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক বিকাশে বিশ্বাস করি, যা তাদের জীবনে সফলতা ও পরিপূর্ণতা আনতে সাহায্য করবে। শিক্ষার পাশাপাশি আমরা তাদের নেতৃত্বের গুণাবলী, সমাজের প্রতি দায়বদ্ধতা, এবং সেবার আদর্শে উদ্বুদ্ধ করতে চাই।

আমাদের শিক্ষকেরা তাদের নিষ্ঠা ও উদারতা দিয়ে এই মহান উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনাদের সহযোগিতা ও বিশ্বাস আমাদের এই যাত্রায় আরও শক্তি যোগায়। আমরা বিশ্বাস করি, একসাথে কাজ করে আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে সক্ষম হবো।

আশা করি, আপনারা আমাদের এই মিশন ও দৃষ্টিভঙ্গির অংশ হয়ে উঠবেন এবং আমাদের এই মহৎ উদ্যোগকে সমৃদ্ধ করবেন।

ধন্যবাদান্তে,
মহিরুদ্দিন আহমেদ
সভাপতি
সমসপুর আইডিয়াল অ্যাকাডেমি

Photo Gallery

Find us on Google Map

Our Contact Informations:

   Admission Enqury: 97341 82871
   Hostel Super-Mr.Samrul Islam: 6395840872
   Mentor-Mr.Dabir Mohammed: 9593204771
   President- Mahiruddin Ahamed: 9647774151

 www.samaspuridealacademy.com